‘যুদ্ধে অস্ত্রের পাশাপাশি যেকোনো প্রযুক্তি ব্যবহারের কথাও বলেছেন বঙ্গবন্ধু’

২৯ আগষ্ট, ২০২১ ১৭:০৮  
বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ স্বাধীনই করেননি, আজকের ডিজিটাল বাংলাদেশের বীজও বপন করেছেন তিনি। প্রযুক্তি প্রজন্ম গড়ে তুলে এই একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মনে করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বঙ্গবন্ধুর ‘‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও“  ডাককে উদ্ধৃত করে মন্ত্রী আরো বলেছেন, এই আহবানে শুধু অস্ত্রের কথা বলেননি তিনি, যেকোনো প্রযুক্তির কথাও বলেছেন। তখন রেডিওতে গানের মাধ্যমেও অনেকে মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছেন। বঙ্গবন্ধুর দূরদর্শি নেতৃত্বের ফসল স্বাধীন দেশ ও আজকের সমৃদ্ধ বাংলাদেশ।
ই-ক্যাব আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবে উন্নত দেশ গঠন করা যাবে না। ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ই-ক্যাব সভাপতি শমী কয়সারের সভাপতিত্বে শিক্ষা ও প্রযুক্তিবিদ ড. মুহাম্মাদ জাফর ইকবাল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, এফবিসিসিআই পরিচালক ১৫ আগস্ট নারকীয় হত্যাকণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্য সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ বক্তব্য রাখেন।